Cure Point specializes in specific areas of our health. This approach enables us to provide world-class treatment and care for our patients.
আজ পর্যন্ত কেউ পুরুষের যৌন সমস্যা সমাধান নিয়ে স্পেশালভাবে কাজ করেনি । যেখানে বাংলাদেশে ১০০ জন প্রাপ্তবয়স্ক পুরুষের মধ্যে ৭০ জনের যৌন সমস্যা রয়েছে। এখন আমরা সবাই জানি এই সমস্যা কেন হয় তার পরেও কিছু কারন বলতে গেলে যেমন হস্তমৈথুন, পর্নগ্রাফি, অস্বাস্থ্যকর খাবার, অনিয়ম মাপিক জীবন স্টাইল, এবং অনেক ধরনের উত্তেজনামূলক মেডিসিন/স্প্রে/ভায়াগ্রা যেইগুলো আবার পন্ডিতি করে ডাক্তারের পরামর্শ ছাড়াই খাচ্ছে । Cure Point Consultancy এঁর ফেসবুক পেজেও একই কন্টেন্ট পাওয়া যায় ।
প্রথমতঃ আমরা এত বেশী পণ্ডিত না হলে আজকে এই দুরাবস্থা হতনা। আপনি আবার ডাক্তার দেখাতে গেলে বলেন যে আমি খাওয়ার সাথে সাথে উপকার পাব এই রকমের কোন মেডিসিন দেন। আপনিতো নিজে থেকে ডাক্তারি করতে গিয়ে নিজের ১২ টা বাজিয়েসেন।
এরকম করে নিজের ভাল শরীরটাকে পন্ডিতি করে নষ্ট করে আবার ২ দিনের মধ্যে ভাল হয়ে যেতে চাচ্ছেন। লজ্জা করেনা এই কথা বলতে ? একেকজন আসে আর বলে যে ২,৩,৪,৫ এমনকি ১০ বছর পর্যন্ত আমার এই খারাপ অবস্থা। যদি স্থায়ী সমাধান অল্প দিনেই ভাল হয়ে যেত তাহলে এইটাকে রোগ বলা হতো না । কারন আপনি করতে থাকেন হস্তমৈথুন যা ইচ্ছা আপনি তো জানেনই যে আমি ওষুধ খেলে ১০ দিনেই ভাল হয়ে যাব । এত বছরের সমস্যা ১০ দিনে কেন ভাল করতে চাওয়াটা বোকামি নয়? এত বছর কেন নিজের ক্ষতি করছেন ?
Cure Point Consultancy
এবার আসুন আমাদের কথা বলি । এই যখন অবস্থা তখন একমাত্র আমরাই বাংলাদেশে স্পেশালভাবে যৌন সমস্যার স্থায়ী সমধানে চিকিৎসা প্রদান করে আসছি । আমাদের চিকিৎসা খাঁতে চারপাশের কিছু সমস্যা কে কেন্দ্র করে আমরা এই সিদ্ধান্ত নিয়ে আমাদের যাত্রা শুরু করি । স্থায়ী সমাধান পেতে সবাইকে ১-৩ মাস আবার কারো ক্ষেত্রে আরেকটু বেশী লাগবে। আপনি একসময় ভাল ছিলেন পরে নিজে নিজে নষ্ট করেছেন শরীরকে আবার এটাকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব ।
ধরুন আমাদের যে নদীগুলো আছে এইগুলো একসময় গভীর ছিল সময়ের সাথে সাথে নদী ভরাট হয়ে যায় যার ফলে লঞ্চ, স্টিমার, জাহাজ ভালভাবে চলাচল করতে পারেনা । এখন যদি নদী খনন করে দেওয়া হয় তাহলে আবার আগের যায়গায় ফেরত আসবে। আবার লঞ্চ, স্টিমার, জাহাজ চলতে পারবে। নদী যেমন প্রাকৃতিক ভাবে গভীর ছিল আমাদের যত্ন না করার কারনে ভরাট হয়েছে তেমনি আপনার শরীরো ভাল ছিল প্রাকৃতিকভাবে। আপনি আমি নষ্ট করসি। এখন আবার সেটা ঠিক করতে হবে।
ধৈর্য ধরতে যদি পারেন এবং যদি আসলেই নিজের এই সমস্যা একদম চিরতরে বিদায় করতে চান তাহলে আমরা আছি থাকব ইনশাল্লাহ । আর যদি সাথে সাথে উপকার চান তাহলে আমাদের সেন্টার আপনার জন্য নয় ।
এখন বলতে পারেন আপনি অন্য জায়গা থেকে ডাক্তার দেখাতে পারেন। আমাদের এখানে কেন আসবেন। দেখেন আমারা ছাড়া কেউ স্থায়ী সমাধান এবং Regenerative Treatment বলেনা। আমাদের কোন False Medication নেই । আমাদের ওষুধ অরিজিনাল জার্মানির। আমাদের ডাক্তারগন অভিজ্ঞ এবং দেশের বাহিরে থেকে ডিগ্রি প্রাপ্ত। আমরা আসলেই ৮,১০ টা হোমিওপ্যাথি সেন্টারের মত নই। আসলেই দেখতে পারবেন আশা করি ।
ভিডিও টি দেখুন অন্তত কিছু জিনিস মেনে চলুন । https://www.youtube.com/watch?v=ariJyilVYoU
Facebook Link: https://www.facebook.com/curepointbd
Linkedin: https://www.linkedin.com/company/cure…
Youtube: https://www.youtube.com/watch?v=ariJyilVYoU
It’s better to prevent an illness than to have to treat it.
So long as life remains, there is always hope… and so long as there is hope, there can be victory!
DIANA PRINCE