সহবাস বা যৌনসঙ্গম নিয়ে আমাদের সমাজে অনেক রকম ভুল ধারণা, কুসংস্কার ও অন্ধ বিশ্বাস প্রচলিত রয়েছে। এই ব্যাপারগুলো সংবেদনশীল মনে করে গুরুত্বপূর্ণ প্রশ্ন করতেও অনেকে সংকোচ বোধ করেন। দেখা যায়, সহবাস নিয়ে ভুল ধারণাগুলোর ওপর ভিত্তি করে অনেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। এর ফলে সৃষ্টি হয় নানান শারীরিক, মানসিক ও পারিবারিক জটিলতা।
নিচের আর্টিকেলে সহবাস নিয়ে প্রচলিত এক্টি ভুল ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রতিদিন বীর্যপাত করলে পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায়
একটি প্রচলিত ধারণা হলো প্রতিদিন শারীরিক মিলনের ফলে পুরুষের বীর্যের ঘাটতি দেখা দিতে পারে। আবার অনেকের ধারণা হলো ঘন ঘন বীর্যপাত করলে পুরুষের প্রজননক্ষমতা কমে যায়। অনেকদিন পর পর বীর্যপাত করলে বীর্য ঘন মনে হয়, সেখান থেকে হয়তো এই ধারণার সূত্রপাত।
বিজ্ঞান যা বলে: প্রায় দশ হাজার বীর্যের স্যাম্পল নিয়ে করা একটা বড় গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন বীর্যপাতেও শুক্রাণুর সংখ্যা স্বাভাবিক থাকে। উপরন্তু ঘন ঘন সহবাস করলে বীর্যের জীনগত মান উন্নত হয়। তবে বাস্তবতার কথা বিবেচনা করে প্রতি ২-৩ দিন পরপর সহবাসের পরামর্শ দেওয়া হয়।
আপনার যৌন জীবনের সকল সমস্যার স্থায়ী রোগ মুক্তির জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার যৌন জীবনের সকল রোগের স্থায়ী সমাধানে আমরা দ্রঢ় প্রতিজ্ঞাবন্ধ।
For Doctors Appointment: +8801614167677 (সরাসরি অথবা অনলাইন রোগি দেখা হয়)
আমাদের ঠিকানা: 2282, Purbo Monipur, Begum Rokeya Sarani Road, Mirpur, Dhaka-1216
See translation

All reactions:
55
