যৌন মিলনের পূর্বশর্ত হলো পুরুষের লিঙ্গের উত্থান ঘটবে। কিন্তু অনেক সময় দেখা যায় মিলনের পূর্বে পুরুষের লিঙ্গের পর্যাপ্ত উত্থান ঘটছে না। কিংবা কারো কারো আবার উত্থান ঘটলেও তা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হচ্ছে না। এর ফলে পরিপূর্ণ যৌন মিলনও সম্ভব হচ্ছে না। একজন পুরুষের লিঙ্গের এরুপ উত্থানজনিত সমস্যাকেই বলা হয়ে থাকে ইরেকটাইল ডিসফাংশন।
সাধারনত আমরা যখন সেক্সূয়ালি আগ্রহী হয় , তখন নার্ভ এক ধরনের হরমোন রিলিজ করে যেটা আমাদের পেনিসে রক্তসঞ্চালন বাড়িয়ে দেয় । পেনিসের টিস্যূ গুলো অনেকটা স্পঞ্জের মত এই স্পঞ্জি টিস্যূগুলোর ভিতরে রক্তের প্রবাহ শুরু হয় । ইরেকশনের সময় পেনিসের স্পঞ্জি টিস্যূগুলো রিলাক্স থাকে এবং তাদের চেম্বারে বা ফাপা প্রকোষ্ঠে রক্ত ধরে রাখে । এই ফাঁপা প্রকোষ্ঠ বা চেম্বার কর্পোরা ক্যাভেরনোসা নামে পরিচিত।যখন চেম্বারগুলোতে রক্তের প্রবাহ বৃদ্ধি পায় তখন পেনিস শক্ত এবং সোজা হয় । সেক্স যখন শেষ তৃপ্তির পর্যায়ে পৌছে তখন আরেক সেট নার্ভ সিগনাল দেয় পেনিসের স্পঞ্জি টিস্যূগুলোকে সংকুচিত করতে।ফলে রক্ত আবার পেনিস থেকে শরীরে ফিরে যায় । পেনিস নরম, ছোট এবং ঠান্ডা হয়ে যায় । এটা একটা স্বাভাবিক প্রসেস । এই প্রসেস এর মধ্যে কোন বিঘ্ন হলে পেনিস সোজা ও শক্ত হয় না।
ইরেকটাইল ডিসফাংশনের লক্ষণ:
যৌন আকাঙ্ক্ষা হ্রাস পাওয়া কিংবা কখনোই আকাঙ্ক্ষা জাগ্রত না হওয়া।
লিঙ্গের উত্থান ঘটে না।
লিঙ্গের উত্থান বেশিক্ষণ থাকে না।
দ্রুত বীর্যপাত হওয়া।
বিলম্বে বীর্যপাত হওয়া।
টেস্টোস্টেরন বা পুরুষের যৌন হরমোনের মাত্রা কম হওয়া।
পর্যাপ্ত উত্তেজনা সত্ত্বেও অর্গাজম লাভে ব্যর্থ হওয়া।
ইরেকটাইল ডিসফাংশন এর কারণ:
পুরুষাঙ্গের রক্ত প্রবাহে বা নার্ভ ইমপুলেসের বাধা।
ভয় ও আত্মবিশ্বাসের অভাব।
ডায়াবেটিস বা হৃদরোগ থাকলে।
অতিরিক্ত শারীরিক ওজন থাকলে।
কোনো চোট বা জখম।বিশেষত তা যদি স্নায়ু বা উত্থান নিয়ন্ত্রণকারী ধমনীকে আক্রান্ত করে।
কিছু বিশেষ ওষুধ ব্যবহার করলে। যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ।
বিভিন্ন মানসিক অবস্থা যেমন- দুশ্চিন্তা, চাপ, অন্যমনস্কতা বা অবসাদ।
মাদকের নেশা বিশেষত কেউ যদি দীর্ঘদিন ধরে নেশা করে আসে বা মাত্রাতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করে।
জটিলতা:
অসন্তুষ্ট যৌন জীবন।
সঙ্গীর সাথে সম্পর্কে অবনতি।
মানসিক চাপ বা দুশ্চিন্তা বৃদ্ধি।
নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা।
সঙ্গীকে গর্ভবতী করতে না পারা।
প্রতিকার:
ধূমপান ও এলকোহল পুরোপুরি বর্জন করা।
নিয়মিত শরীরচর্চা করা।
সুষম ও স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ করা।
রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমানো ও কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নেয়া।
মানসিক চাপ, অবসাদ, দুশ্চিন্তা মুক্ত
থাকা।
যে কোনো যৌন সমস্যার স্থায়ী সমাধানে কিউর পয়েন্ট ( CURE POINT )আছে আপনার পাশে । সুতরাং আর দেরী না করে আজই যোগাযোগ করুন।
ডাক্তার এপয়েন্টমেন্ট: +8801614167677 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)
আমাদের ঠিকানা: 1282, Purbo Monipur, Begum Rokeya Sarani Road, Mirpur, Dhaka-1216
বিশেষ দ্রষ্টব্যঃ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
See translation

All reactions:
66