সহবাসে সময় খুব গুরুত্বপূর্ণ।। পর্যাপ্ত সময় বীর্য ধরে রেখে সহবাস না করতে পারলে শারীরিক ও মানসিক তৃপ্তি থেকে স্বামী ও স্ত্রী উভয় বঞ্চিত হয়।
অনেকেই প্রশ্ন করেন কতটুকু সময় সহবাস করলে স্ত্রীকে তৃপ্তি দেওয়া সম্ভব??
এক কথায় নিদিষ্ট কোন সময় উল্লেখ করা সম্ভব না। কেননা ব্যক্তিভেদে যেমন স্বাদ, রুচি, চাহিদা, চিন্তাভাবনা, শারীরিক গঠন, বয়স, মানসিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, আলাদা ঠিক তেমনি যৌন চাহিদাও আলাদা।
যৌন চাহিদা সবার যেমন এক না তাই সহবাসে সময়ও সবার এক হবে না।
মূলত এজন্যই এক শব্দে উত্তর দেওয়া সম্ভব না।
তারপরও রোগি থেকে অর্জিত অভিজ্ঞতা ও অনুমানের উপর কিছুটা ধারনা দেওয়ার চেষ্টা করছি। আশা করছি বুঝতে সহজ হবে।
শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকলে এবং আপনার পরিবেশ উত্তম রুপে থাকলে ব্যক্তি বিশেষ ৫ থেকে ৭ মিনিট সহবাসেও চরম তৃপ্তি পেতে ও দিতে পারেন।। আবার অনেকে এর থেকে কম সময়েও তৃপ্তি পায়। আবার কারও বেশি সময় লাগে অর্থাৎ ১০-১৫ মিনিটও লাগতে পারে।।
ঘন্টার পর ঘন্টা বা সারা রাত সহবাস করার চিন্তা ভাবনা হলো অসুস্থ মানসিকতা লোকদের। এমন চিন্তা ভাবনা গুলো মানুষের মস্তিষ্কে বাসা বেধেছে হারবাল কোম্পানির বিজ্ঞাপন থেকে এবং পর্নোগ্রাফি থেকে। যা অতিরিক্ত, ফাতরামি, অতিরঞ্জিত এবং বাস্তবতার সাথে ছিটেফোঁটা মিল নেই।। এমন অনেক রোগিই বলে ৪-৫ মিনিট সহবাস করলেই স্ত্রী তৃপ্তি পায়। আবার অনেকে বলে তাদের ৮-১০ মিনিট সহবাস করলে তৃপ্তি চলে আসে। বেশির ভাগ দেখেছি ৮-১০ মিনিটেই তৃপ্তি আসে। সারা রাত বা ঘন্টার পর ঘন্টা লাগে না।
অতিরিক্ত যৌন চাহিদা ও একেবারেই চাহিদা নেই তাদের বিষয় ভিন্ন ও আলাদা।
সহবাসে তৃপ্তি পেতে হলে করনীয়ঃ-
১. মানসিক ভাবে চাপ মুক্ত থাকা, দুশ্চিন্তা বর্জন করা।
২. সহবাসের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করা।
৩. তাড়াহুড়ো না করা।
৪. স্ত্রী ছাড়া টাকা দিয়ে, GF এর সাথে, বা অবৈধ কারও সাথে সেক্স না করা। এটা মানসিকতাকে দূর্বল করে দেয়। তাই অবৈধ শারীরিক সম্পর্ক করে ইহকাল ও পরকাল হারাবেন না। তাই বিয়ের জন্য ধৈর্য ধরেন।
৫. সহবাসের পূর্বে লিঙ্গ পিচ্ছিল নিশ্চিত করা।
৬. পজিশন পরির্বতন করা। যে পজিশন খারাপ লাগে বা দ্রুত বীর্যারোহণ হয়ে যায় তা পরিহার করা।
৭. অবিবাহিত হলে মারাত্নক শারীরিক ও যৌন সমস্যা সৃষ্টির আগেই পর্নোগ্রাফি, হস্তমৈথুন, ফোন সেক্স করে বীর্যপাত বন্ধ করা এবং নিজের চরিত্রকে সংশোধন করা। ধর্মীয় অনুশাসন মেনে চলার শতভাগ চেষ্টা করা।
যে কোনো যৌন সমস্যার স্থায়ী সমাধানে কিউর পয়েন্ট ( CURE POINT )আছে আপনার পাশে । সুতরাং আর দেরী না করে আজই যোগাযোগ করুন।
ডাক্তার এপয়েন্টমেন্ট: +8801614167677 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)
আমাদের ঠিকানা: 1282, Purbo Monipur, Begum Rokeya Sarani Road, Mirpur, Dhaka-1216
বিশেষ দ্রষ্টব্যঃ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
