আমাদের সমাজে যৌনতা নিয়ে লুকোচুরি থেকেই যৌনজীবন তথা যৌনতা ঘিরে ভ্রান্ত ধারণা তৈরি করে ৷ অনেকেরই ধারণা দীর্ঘদিন শারীরিক মিলন না হলে পরবর্তীতে যৌন সম্পর্ক স্থাপনে সমস্যা হয়, কিন্তু এটা ভ্রান্ত ধারণা ৷ এই ধারণা ঘিরে কী কী মিথ প্রচলিত জেনে নেওয়া যাক – প্রচলতি বিশ্বাস দীর্ঘ দিন যৌনজীবন ব্যাহত হলে হাইমেন আবার চলে আসে ৷ কিন্তু এই ধারণা ঠিক নয় ৷ বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘ দিন শারীরিক সম্পর্ক না হলে ভ্যাজাইনা শক্ত হয়ে পড়েছে এমন অনুভূতি হতেই পারে ৷ কিন্তু সেটা শারীরিক সমস্যার থেকেও বেশি হয় মানসিক কারণে ৷ যদি নার্ভাস লাগে তাহলে সময় নিন ৷ ফোর প্লে দীর্ঘায়ত করুন ৷ তারপর সম্পর্কে প্রবেশ করুন ৷
মানসিক প্রভাব-
নিয়মিত শারীরিক সম্পর্ক হলে এর বেশ কিছু উপকারিতা পাওয়া যায় ৷ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া, উচ্চরক্তচাপ প্রশমিত হওয়া, হৃদরোগের ঝুঁকি কম হওয়া সহ একাধিক সুফল পাওয়া যায় বলে মনে করা হয় ৷ তবে নির্দিষ্ট ডায়েট এবং ওয়ার্ক আউট রুটিনের জন্যও এই সমস্যাগুলি নিয়ন্ত্রিত হয় ৷
মানসিক স্বাস্থ্য-
যৌনতার ইচ্ছে কমে যাওয়ার সঙ্গে জড়িয়ে আছে মানসিক সুস্থতাও ৷ অনেক সময়েই সম্পর্কে টানাপ়েন তৈরি হয় এই সমস্যা থেকে ৷ মহিলাদের ক্ষেত্রে দীর্ঘ দিন পর শারীরিক সম্পর্ক হল উদ্বেগ কাজ করে ৷ দীর্ঘ বিরতিতে তাঁদের ক্ষেত্রে যন্ত্রণাময় যৌনতা হওয়াও বিরল নয় ৷ সেক্ষেত্রে সঙ্গীকে বলুন ফোরপ্লে দীর্ঘায়ত করতে ৷
ভ্যাজাইনায় শুষ্কতা-
সেক্সুয়াল স্টিমুলেশন কম হলে ভ্যাজাইনা স্বাভাবিক আর্দ্রতা ব্যাহত হয় ৷
যে কোনো যৌন সমস্যার স্থায়ী সমাধানে কিউর পয়েন্ট ( CURE POINT )আছে আপনার পাশে । সুতরাং আর দেরী না করে আজই যোগাযোগ করুন।
ডাক্তার এপয়েন্টমেন্ট: +8801614167677 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)
আমাদের ঠিকানা: ১২৮২ পূর্ব মনিপুর, Opposite-আল হেলাল হাসপাতাল, বেগম রোকেয়া স্মরণী রোড, মিরপুর, ঢাকা – ১২১৬
বিশেষ দ্রষ্টব্যঃ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
