পুরুষের যৌন অক্ষমতা বাএর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে দ্রুত স্খলন। মিলনে পুরুষের দ্রুত স্খলন বা সঙ্গিনীকে সময় দিতে না পারা। এর ফলে পুরুষ তার সঙ্গিনীর Orgasm ঘটাতে ব্যর্থ হন। এর ফলে জীবনের সবকিছু তছনছ হয়ে যাওয়ার মত অবস্থা হয়ে যায়। নিজেকে খুবই তুচ্ছ মনে হয়। অনেক পুরুষ বেঁচে থাকার কোন স্বার্থকতাই খুঁজে পান না।
এই সমস্যায় স্ত্রী সঙ্গিনীর চরম পুলক না হতেই পুরুষ সঙ্গি খুব দ্রুত নিষ্ক্রিয় এবং নিজটেজ হয়ে যায়। যদিও তার যৌনাঙ্গের শিথিলতাও নেই আবার যৌন আকাংখারও অভাবও নেই। সব কিছু ঠিক থাকলেও শুধু দ্রুত স্খলন একজন পুরুষকে সবচেয়ে মারাত্মক বিপর্যয়ের মধ্যে ঠেলে দেয়।
এই সমস্যা বেশিদিন ধরে চললে পুরুষ মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েন এবং এতে করে স্থায়ী যৌনসমস্যা সৃষ্টি হতে পারে। এটি শুধুই পুরষের যৌন সমস্যা। এই সমস্যা নারীদের হওয়ার সুযোগ নেই।
Premature Ejaculation বা দ্রুত নিষ্ক্রিয় ও নিস্তেজ হয়ে যাওয়া অধিকাংশ পুরুষের একটি জটিল যৌন সমস্যা। যৌনাকাংখা প্রবল, যৌনাঙ্গের শিথিলতাও নেই অথচ সঙ্গিনীকে সন্তুষ্ট করতে পারছেন না। এর চেয়ে বড় ব্যর্থতা আর কী হতে পার?
প্রবল আকাংখা অনুভুতি কিংবা মনের ভেতরে যথেষ্ঠ যৌন আগ্রহ থাকা সত্ত্বেও এই সমস্যা যে কোন পুরুষের জীবনে অনেকবার হতে পারে। শুরুতেই ব্যবস্থা নিলে স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়। অবহেলা করলে যৌনজীবন মারাত্মকভঅবে ক্ষতিগ্রস্থ হয়।
Premature Ejaculation হলে পারিবারিক অশান্তি থেকে শুরু করে আরো অনেক বড় ধরনের অঘটনও ঘটে যায় । এই সমস্যার কারনে স্ত্রীর মনে স্বামীর সম্পর্কে নানা ধরনের সন্দেহ দানা বাঁধতে থাকে। স্বামীর প্রতি অবহেলা অবজ্ঞা তৈরি হয়। স্বামীর প্রতি শ্রদ্ধা সন্মান কমে যায়। যিনি এই সমস্যায় ভোগেন তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি শারিরিক এবং মানসিক রোগীতে পরিনত হয়ে যেতে পারেন।
Premature Ejaculation[ প্রিম্যাচিউর ইজাকুলেশন ] যেকোন পুরুষের যৌন জীবনের যে কোন সময় একাধিকবার হতে পারে। কাজেই এটা নিয়ে দু:চিন্তা না করে, এর কারন জানতে হবে এবং যথাযথ মেডিসিন ব্যবহার করলেই সুস্থ যৌনজীবন উপভোগ করা সম্ভব হবে।
পুষ্টির অভাব এই যৌন সমস্যার একটা বড় কারণ। অতিরিক্ত রাতজাগা,ঠিকমত ঘুম না হওয়া,ডায়াবেটিসে ভোগা, দীর্ঘদিন উচ্চ রক্তচাপের ওষুধ সেবন,অতিরিক্ত ধুমপান, মাদক সেবনসহ আরো কিছু বদঅভ্যাসের কারণে প্রিম্যাচিউর ইজাকুলেশন হতে পারে।
কাজেই পুষ্টিকর খাবার সঠিক সময়ে সঠিক পরিমানে খেতে হবে। অতিরিক্ত রাত জাগা পরিহার করতে হবে। ৮ ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করতে হবে।
Premature Ejaculation এর আরো অনেক কারন থাকলেও আপাতত এগুলো এড়িয়ে চলা এবং যথাযথ মেডিসিন সেবনে আপনি স্বাভাবিক যৌন জীবনে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ।
যে কোনো যৌন সমস্যার স্থায়ী সমাধানে কিউর পয়েন্ট ( CURE POINT )আছে আপনার পাশে । সুতরাং আর দেরী না করে আজই যোগাযোগ করুন।
ডাক্তার এপয়েন্টমেন্ট: +8801614167677 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)
আমাদের ঠিকানা: ১২৮২ পূর্ব মনিপুর, Opposite-আল হেলাল হাসপাতাল, বেগম রোকেয়া স্মরণী রোড, মিরপুর, ঢাকা – ১২১৬
বিশেষ দ্রষ্টব্যঃ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
