যৌনতার ভাবনা আমাদের কাছে এত বড় কারণ, আমরা আমাদের শরীরী তন্ত্রকে সঠিকভাবে গ্রহণ করতে পারিনি। আমাদের শরীরের অন্য অংশকে সহজ ভাবে গ্রহণ করলেও যৌনাঙ্গকে পারিনি। আপনার যৌনাঙ্গ- আপনার হাত,পা বা অন্য অংশের মতো। কিন্তু আপনারা এটাকে বিশেষ কিছু ভেবে বসে আছেন। এই ভাবনাটা ক্রমশ বাড়তে বাড়তে মানুষের মনে এটা খুব বড় আকার নিয়েছে।
আপনি এটা ছাড়তে পারেন না কারণ এটা “ভুল জিনিষ”। একটু খেয়াল করে দেখুন, আপনি যেগুলোকে ভুল জিনিষ বলে জানেন সেগুলোকে আপনি ছাড়তে পারবেন না, সব জায়গায় এরা পিছু নেয়।
এটা আপনাদের মনে ঢুকেছে কারণ কেউ আপনাদের বলেছে এটা ভুল। এখন আপনি এটা ছাড়তে পারেন না কারণ এটা “ভুল জিনিষ”। একটু খেয়াল করে দেখুন, আপনি যেগুলোকে ভুল জিনিষ বলে জানেন সেগুলোকে আপনি ছাড়তে পারবেন না, সব জায়গায় এরা পিছু নেয়।
আমরা এই অতি সাধারণ এবং মৌলিক ব্যপার নিয়ে ঠিক বা ভুলের ধারণা তৈরি করেছি। এর পর আবার দর্শন তৈরি করে সেই ভুলকে ধ্বংস করতে চেয়েছো কিন্তু তার পরেও সেটা রয়ে গেছে। মানুষের যৌনতাকে সমর্থনের জন্য কত রকমের দর্শনকে প্রতিষ্ঠা করা হয়েছে। আমি বুঝতে পারি না, যৌনতার জন্য দর্শনের কেন প্রয়োজন হয়। এটা শুধুই শরীর কেন্দ্রিক। যে কোনও রকমের জটিলতা এখানে অপ্রয়োজনীয়। এটাকে যত জটিল করবে, ততই এটা তোমার জীবনে অনাবশ্যক বড় বিষয় হয়ে দাঁড়াবে।
যে কোনো যৌন সমস্যার স্থায়ী সমাধানে কিউর পয়েন্ট ( CURE POINT )আছে আপনার পাশে । সুতরাং আর দেরী না করে আজই যোগাযোগ করুন।
ডাক্তার এপয়েন্টমেন্ট: +8801614167677 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)
আমাদের ঠিকানা: ১২৮২ পূর্ব মনিপুর, Opposite-আল হেলাল হাসপাতাল, বেগম রোকেয়া স্মরণী রোড, মিরপুর, ঢাকা – ১২১৬
বিশেষ দ্রষ্টব্যঃ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
