যৌনসঙ্গম (Intimacy) করার সময় প্রাথমিকভাবে ব্যথা করা স্বাভাবিক। তবে সেই যন্ত্রণা যদি দীর্ঘস্থায়ী হয় তবেই গণ্ডগোল। তখন ডিসপারেউনিয়ার (Dyspareunia) আশঙ্কা করা হয়।
১.যৌন রোগ নিয়েও লুকোছাপা করতে পিছপা হন না।
২.যন্ত্রণাদায়ক যৌনসঙ্গম ডিসপারেউনিয়া (Dyspareunia) রোগের লক্ষণ।
৩.এই রোগ শুধু মহিলাদেরই নয়, পুরুষেরও হতে পারে।
কেউ বলে নিছক জৈবিক প্রক্রিয়া আবার কারও মতে নতুন প্রজন্ম উৎপাদনের পদ্ধতি। কিন্তু যৌনসঙ্গম (Intimacy) যে আদতে শারীরিক এবং মানসিক সুখের একটি উপায় তা মুখে না হলে মনে মনে কেউ অস্বীকার করবেন না। সে যাই হোক, বিশ্বের আদি এবং অকৃত্রিম এই জৈবিক প্রক্রিয়া নিয়ে আমাদের দেশে আজও ঢাক ঢাক, গুর গুরের কমতি নেই। কিন্তু আসল তথ্যটা স্পষ্ট করে দেয় দেশের বাড়তে থাকা জনসংখ্যা।
ভারতীয়দের একটা বড় অংশ এখনও যৌনতা নিয়ে খোলাখুলি আলোচনায় অস্বস্তি বোধ করেন। এমনকী যৌনরোগ নিয়েও লুকোছাপা করতে পিছপা হন না। ফলে যৌন স্বাস্থ্য (Sex Hygiene) নিয়ে সমস্যায় পড়তে হয় বহু মানুষকে এবং যৌনতা নিয়ে সঠিক জ্ঞান না থাকায় বিনা চিকিৎসায় অস্বাস্থ্যকর যৌনজীবন কাটাতে গিয়ে কঠিন রোগ, এমনকী মৃত্যুর মুখোমুখিও হন অনেকে। ডাক্তারের পরামর্শের পরিবর্তে বন্ধুবান্ধব, কিংবা ঘনিষ্ঠ লোকদের মুখে শোনা অবৈজ্ঞানিক কথাতে বিশ্বাস করতে গিয়ে বিপদ আরও বাড়ে।
বিশেষজ্ঞদের পরামর্শ, যৌনতা নিয়ে আলোচনায় অস্বস্তি থাকলেও রোগ হলে চিকিৎসককে এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। সেক্ষেত্রে অবশ্যই হাতুড়ে ডাক্তার নন, মেনে চলা উচিত বিশেষজ্ঞের পরামর্শ।
বিশেষজ্ঞদের মতে, প্রথমবার যৌনমিলনের সময় মহিলাদের ক্ষেত্রে যোনিদ্বারে ব্যথা হওয়াটা স্বাভাবিক। ক্রমে তা নিজে থেকেই দূর হয়ে যায়। কিন্তু এই ব্যথা যদি দীর্ঘদিন ধরে চলে তখন তা চিন্তার বিষয় বইকি। যন্ত্রণাদায়ক যৌনসঙ্গম ডিসপারেউনিয়া (Dyspareunia) রোগের লক্ষণ এবং এই অসুখের কারণে যন্ত্রণাদায়ক যৌনমিলন ঘটে। ফলে যৌনতায় আগ্রহ কমতে থাকে এবং এর প্রভাব পড়ে দাম্পত্য জীবন তথা সম্পর্কে। এই রোগ শুধু মহিলাদেরই নয়, পুরুষেরও হতে পারে। যৌনসঙ্গমের আগে, সঙ্গমের সময় এবং সঙ্গমের পরে এই যন্ত্রণা (Pain) শুরু হতে পারে। লুব্রিকেশনের অভাব, ত্বকের সংক্রমণ, অসুস্থতা, কোনও অপারেশন, মানসিক চাপ, উদ্বেগ, অবসাদ ইত্যাদির কারণে এই সমস্যা দেখা দিতে পারে।
যে কোনো যৌন সমস্যার স্থায়ী সমাধানে কিউর পয়েন্ট ( CURE POINT )আছে আপনার পাশে । সুতরাং আর দেরী না করে আজই যোগাযোগ করুন।
ডাক্তার এপয়েন্টমেন্ট: +8801614167677 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)
আমাদের ঠিকানা: ১২৮২ পূর্ব মনিপুর, Opposite-আল হেলাল হাসপাতাল, বেগম রোকেয়া স্মরণী রোড, মিরপুর, ঢাকা – ১২১৬
বিশেষ দ্রষ্টব্যঃ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
