যৌন জীবন মনে মনে যেমনটা আশা করেন ঠিক যেন তেমনটা নয়। কোথাও কী যেন একটা ঘাটতি রয়েই যাচ্ছে। ঠিক যেন মিলছে না সেই সন্তুষ্টি, ঠিক যেন তৈরি হচ্ছে না সেই মধুরতম মুহূর্তগুলো। সমস্যা যদি এই হয়ে থাকে তাহলে সময় এসেছে ভিন্ন কোণ থেকে ভাবনার। যৌনতার আনন্দ উপভোগ করতে হাতে থাকা চাই পর্যাপ্ত সময়, জানা চাই সঠিক কৌশল।
১. নিজেকে স্ট্রেস মুক্ত করুন:
আপনি কখনোই যৌনতার আনন্দ উপভোগ করতে পারবেন না যখন মনের মাঝে জমে থাকবে দৈনন্দিন জীবনের শতেক চিন্তা। অফিস, সংসার, জীবন সব মিলিয়ে অস্থির মন কোন আনন্দই উপভোগ করতে পারে না। তাই কিছুক্ষণের জন্য এসব বাদ দিন।দেখবেন মন অনেক হালকা লাগছে, কাজের চাপ ভুলে সঙ্গীর দিকে মন দিতে পারছেন।
২. শরীরকে ভালবাসুন:
সুন্দর যৌন সম্পর্কের আগে শরীরকে প্রস্তুত করে নেওয়া টা জরুরী। দিন যাপনের ক্লান্তি ঝেড়ে ফেলুন, চমৎকার একটি শাওয়ার সেরে নিন। এমন কোন কাজ করুন যার ফলে আপনি আত্মবিশ্বাসী ও সুন্দর অনুভব করতে পারেন।
৩. রোমান্স তৈরি হোক আগে থেকেই:
কেবল বিছানায় গেলাম আর মুড তৈরি হয়ে গেল, যৌনতার ক্ষেত্রে এমনটা হয় না বরং শরীরের সাথে সাথে মনের খেলাটাও জরুরী। বিশেষ করে নারীর ক্ষেত্রে যৌনতা শুরু হয় মন থেকেই। সারাদিন জুড়েই সঙ্গীকে ইঙ্গিত দিন। আগে থেকে মানসিক প্রস্তুতি থাকলে যৌনতা হয়ে ওঠে অনেক বেশি উপভোগ্য।
৪. পরিবেশ একটি জরুরী ব্যাপার:
যৌনতা একটি সুন্দর ব্যাপার। আর একে আরও মধুর করে তুলতে চাই সুন্দর পরিবেশ। সবকিছুই পরিবেশ তৈরি করতে দারুণ ভূমিকা রাখে।
৫. মনকে জাগিয়ে তুলুন:
মনকে জাগিয়ে তুলতে না পারলে শরীর কখনোই জাগবে না। যৌনতা অভ্যাস নয় বরং আনন্দ। আর এই আনন্দ উপভোগ করতে নিজেই নিজের মনকে স্টিমুলেশন দিন। যেমন:- সঙ্গীর সাথে উপভোগ্য মুহূর্তগুলোর কথা মনে করুন বা ছবি দেখুন। রোমান্টিক মুভি দেখাও এক্ষেত্রে সহায়ক। আপনার মনকে উজ্জীবিত করে এমন যে কোন কিছু বেছে নিন। দুজনে একসাথেও দেখতে পারেন।
৬. ফোন ও সোশ্যাল মিডিয়া সরিয়ে রাখুন:
অন্তরঙ্গ মুহূর্তে বারবার সেলফোন বেজে উঠলে বা ফেসবুকের নোটিফিকেশন এলে কেমন লাগবে আপনার? মোটেও ভালো নয়, বরং মুডতাই নষ্ট হয়ে যাবে। তাই দুজনেই কিছুক্ষণ সেলফোনের সঙ্গ বাদ দিয়ে পরস্পরকে উপভোগ করুন। সঙ্গী জরুরী,সেলফোন কিংবা সোশ্যাল মিডিয়া নয়!
সুস্থ যৌনতায় কোন জোর-জবরদস্তি নেই। বরং সঠিক ও সুস্থ যৌনতার চর্চা কমিয়ে আনতে পারে ধর্ষণের মতন কুৎসিত অপরাধকেও।
যে কোনো যৌন সমস্যার স্থায়ী সমাধানে কিউর পয়েন্ট ( CURE POINT )আছে আপনার পাশে । সুতরাং আর দেরী না করে আজই যোগাযোগ করুন।
ডাক্তার এপয়েন্টমেন্ট: +8801614167677 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)
আমাদের ঠিকানা: ১২৮২ পূর্ব মনিপুর, Opposite-আল হেলাল হাসপাতাল, বেগম রোকেয়া স্মরণী রোড, মিরপুর, ঢাকা – ১২১৬
বিশেষ দ্রষ্টব্যঃ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
