সুস্থ-স্বাভাবিক বৈবাহিক জীবনের রহস্য ঠিক কী? অনেকে বলবেন স্বামী-স্ত্রীয়ের মধ্যে বোঝাপড়া হল সুস্থ বৈবাহিক জীবনের চাবিকাঠি। আবার কেউ বা বলবেন ‘ভালবাসা’, কারও মতে ‘একে অন্যের প্রতি সম্মান’ আবার কেউ বলবেন ‘একে অন্যের প্রতি বিশ্বাস ও তার মর্যাদা রাখা, আর কেউ হয়তো বলবেন ‘দারুণ সেক্স লাইফ!’ আসলে এই প্রতিটি বিষয়ই প্রয়োজন একটি সুস্থ স্বাভাবিক বৈবাহিক সম্পর্ক ধরে রাখার জন্য। কিন্তু একথাও ঠিক যে বহু বিবাহিত মহিলা তাঁর যৌন জীবনে পরিতৃপ্তি পান না। কিন্তু তবুও সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে পারেন না।
বৈবাহিক সম্পর্কে যেমন সেক্সই সবটা নয়, ঠিক অন্যভাবে দেখতে গেলে যৌনতা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি এবং প্রতিটি মানুষের অধিকার আছে যৌন পরিতৃপ্তি পাওয়ার। যেসব নারী যৌনতা নিয়ে কথা বলেন তাঁরা ‘ভাল’ নন। আচ্ছা, সত্যি করে বলুন তো, একটা রোম্যান্টিক সম্পর্কে থাকাকালীন কি শুধুমাত্র পুরুষেরই অধিকার রয়েছে যৌন পরিতৃপ্তি পাওয়ার?
আপনি হয়তো ভাবছেন যে সুস্থ-স্বাভাবিক বৈবাহিক সম্পর্ক মানেই কি শুধু ভাল সেক্স লাইফ বা যৌন পরিতৃপ্তি? না, তা নয়, সেক্স লাইফের সঙ্গেই একে অন্যের প্রতি ভালবাসা, সম্মান, বিশ্বাস, টাকাপয়সা, বোঝাপড়া – প্রতিটি বিষয়ই জরুরি। তবে শারীরিক মিলনের নানা উপকারিতা রয়েছে সে কথা তো আপনি স্বীকার করবেনই বলুন!
আমাদের ব্যস্ত জীবনে কিছু থাকুক বা না থাকুক, একটা জিনিস ভরপুর রয়েছে আর তা হল স্ট্রেস। অফিসে কাজের স্ট্রেস, বাড়িতে সংসারের স্ট্রেস, বাইরে যানজটের স্ট্রেস, প্রতিদিনকার বেড়ে চলা খরচের স্ট্রেস! স্ট্রেস দূর করার একটি সহজ রাস্তা কিন্তু সেক্স। সমীক্ষায় দেখা গিয়েছে যারা নিয়মিত শারীরিক মিলনে লিপ্ত, তাঁদের মেনোপজ অনেক দেরিতে হয়। এছাড়াও নানা রকমের হরমোনাল সমস্যা যেমন থাইরয়েড, পিসিওডি, মধুমেহ, হার্টের সমস্যা ইস্ত্যাদির প্রকোপে কম পড়েন এঁরা।
ত্বকের তারুণ্য বজায় থাকে নিয়মিত সেক্সের ফলে।
সেক্স কিন্তু একটি দারুণ এক্সারসাইজ। শরীরের ব্যথা-বেদনা দূর করা তো বটেই, বাড়তি মেদ ঝরাতেও সাহায্য করে সেক্স!
সুতরাং বিবাহিত বা দাম্পত্য জীবনে সুখী হতে হলে সেক্স এর গুরুত্ব অপরিসীম।
যে কোনো যৌন সমস্যার স্থায়ী সমাধানে কিউর পয়েন্ট ( Cure Point Consultancy )আছে আপনার পাশে । সুতরাং আর দেরী না করে আজই যোগাযোগ করুন।
ডাক্তার এপয়েন্টমেন্ট: +8801614167677 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)
আমাদের ঠিকানা: ১২৮২ পূর্ব মনিপুর, Opposite-আল হেলাল হাসপাতাল, বেগম রোকেয়া স্মরণী রোড, মিরপুর, ঢাকা – ১২১৬
বিশেষ দ্রষ্টব্যঃ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
