বাঁকা গোপনাঙ্গ যন্ত্রণার কারণ সবসময় হয় না। কিন্তুসমীক্ষা যা বলছে, তাতে বাঁকা গোপনাঙ্গ যাদের, তাদের কপালে চিন্তার ভাঁজ পড়তেই পারে। সমীক্ষা বলছে, লিঙ্গের আকার, রং যাই হোক না কেন তাতে চিন্তার কিছু নেই। কিন্তু তা যদি বাঁকা হয়, তা একটু চিন্তার বিষয়। বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে ক্যানসার হওয়ার জোরালো একটা সম্ভাবনা থেকে যায়। গোপনাঙ্গ বাঁকা চিকিৎসার পরিভাষায় যে রোগের নাম পেইরোনিস ডিজ়িজ়।
পেইরোনিস ডিজ়িজ রয়েছে এইধরনের মানুষদের নজরে রাখা দরকার। সাধারণভাবে পুরুষাঙ্গ ১৫ ডিগ্রির বেশি বাঁকা যাদের, তারাই পেইরোনিস ডিজ়িজ়ের শিকার। কোষের কলা বিভাজনের অবিন্যাসই এর কারণ। পুরুষ গোপনাঙ্গে স্কার টিসু অত্যন্ত সংবেদনশীল। আগে ধরা হত এই টিসুটি ক্যানসার সংক্রামক নয়। নতুন গবেষণার দাবি, মেলানোমা, টেস্টিস ও প্রস্টেট ক্যানসারের সম্ভাবনা জোরালো হয় পুরুষাঙ্গ বাঁকা হলে।
মানুষ এই বিষয়টি নিয়ে আগে তেমন মাথা ঘামাতো না। পেনিসে সামান্য বাঁকা থাকা স্বাভাবিক। প্রত্যেক পুরুষ গোপনাঙ্গে কিছুটা বাঁকা থাকে। কিন্তু মাত্রারিক্ত বাঁকা এলেই সমস্যা। অধিকাংশ মানুষ বিষয়টিকে এড়িয়ে যায়। কিন্তু তাদের সন্তানদের মধ্যেও এই সমস্যার প্রভাব পড়ে। এই গবেষণায় বাবা ও ছেলের মধ্যে পেইরোনিস ডিজ়িজ়ের প্রভাব দেখতে পাওয়া গিয়েছে। অর্থাৎ, এটি জিনেও সংক্রামিত হয়েছে।
পেইরোনিস ডিজ়িজ়ের ফলে গোপনাঙ্গে কী কী সমস্যা হয় ?
স্কার টিসু: পুরুষাঙ্গের চামড়ার নিচে স্কার টিসু থাকে। পেইরোনিস ডিজ়িজ়ের প্রভাবে কলার বিন্যাসে চ্যুতি ঘটে। নরম তন্তুগুলো পরস্পরের সঙ্গে জড়িয়ে শক্ত হয়ে যায়।
পেনিসে ১৫ ডিগ্রি বাঁকা : পুরুষের গোপনাঙ্গ বেঁকে যাওয়া এই রোগের লক্ষণ। উপরে অথবা নিচের দিকে বেঁকে যায় পুরুষাঙ্গ।
যৌনজীবনে সমস্যা: নির্দিষ্ট সময়ের পর সাধারণ যৌনজীবন বিঘ্নিত হয়। একাধিক সমস্যা তৈরি করে এই রোগ। পুরুষ যৌনাঙ্গের স্বাভাবিক বৃদ্ধিও বন্ধ হয়ে যায়।
পুরুষাঙ্গের দৈর্ঘ্য হ্রাস:পেনিসের দৈর্ঘ্য কমতে থাকে। এটিও পেইরোনিস ডিজ়িজ়ের প্রভাব।
যন্ত্রণা:পুরুষাঙ্গে অসহ্য যন্ত্রণা। বীর্যপাত বন্ধ হয়ে যেতে পারে।
পেইরোনিস ডিজ়িজ়ে আক্রান্তদের মধ্যে ৪৩ শতাংশ ব্যক্তি পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত। ৩৯ শতাংশের টেস্টিকুলার ক্যানসার। ১৯ শতাংশ স্কিন ক্যানসার বা মেলানোমায় আক্রান্ত।
গবেষণায় আরও একটি তথ্য সামনে এসেছে। ৫০ বছরের ঊর্ধ্বে পেইরোনিস ডিজ়িজ়ের ঝুঁকি বেশি।
যে কোনো যৌন সমস্যার স্থায়ী সমাধানে কিউর পয়েন্ট ( Cure Point Consultancy )আছে আপনার পাশে । সুতরাং আর দেরী না করে আজই যোগাযোগ করুন।
ডাক্তার এপয়েন্টমেন্ট: +8801614167677 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)
আমাদের ঠিকানা: ১২৮২ পূর্ব মনিপুর, Opposite-আল হেলাল হাসপাতাল, বেগম রোকেয়া স্মরণী রোড, মিরপুর, ঢাকা – ১২১৬
বিশেষ দ্রষ্টব্যঃ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
