ছেলেদের লিঙ্গ বাঁকা হওয়ার কারন হচ্ছে অধিক হস্তমৈথুন। একটা সময় এই বাঁকা লিঙ্গ নিয়ে অনেক সমস্যায় পড়ে। সাধারনত,অধিক হস্তমৈথুনের কারনে লিঙ্গ ডান অথবা বামদিকে বেঁকে যায়। আপনি যদি ডান হাত দিয়ে অধিক হস্তমৈথুন করে থাকেন তাহলে লিঙ্গ ডান দিকে বেঁকে যাবে, যদি বাম হাত দিয়ে করে থাকেন তবে বাম দিকে।
এই বাঁকানো লিঙ্গ সোজা করতে অনেক রকম চিকিৎসার আবিষ্কার হয়েছে। তবে তা যেনো বিজ্ঞান ও মেডিকেল সম্মত হয় সেদিকে খেয়াল রাখতে হবে ।খেয়াল রাখতে হবে যে তার যেনো কোন পার্শ্বপ্রতিক্রিয়া না থাকে ।
মনে রাখবেন, লিঙ্গে কোন হাড় নেই। লিঙ্গ হচ্ছে কোষ ও রক্তনালী দ্বারা সমৃদ্ধ।আমরা যখন উত্তেজিত হই তখন কোষ লিঙ্গে একধরনের সুখানুভূতি সৃষ্টি আর তার সাথে সাথে লিঙ্গে রক্ত সঞ্চালনের গতি বেড়ে যায়। আর এর ফলেই লিঙ্গ লৌহদন্ড রূপ ধারন করে।
এই ধরণের সমস্যায় ভুগলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন।
যে কোনো যৌন সমস্যার স্থায়ী সমাধানে কিউর পয়েন্ট ( Cure Point Consultancy )আছে আপনার পাশে । সুতরাং আর দেরী না করে আজই যোগাযোগ করুন।
ডাক্তার এপয়েন্টমেন্ট: +8801614167677 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)
আমাদের ঠিকানা: ১২৮২ পূর্ব মনিপুর, Opposite-আল হেলাল হাসপাতাল, বেগম রোকেয়া স্মরণী রোড, মিরপুর, ঢাকা – ১২১৬
বিশেষ দ্রষ্টব্যঃ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
