পুরুষের যৌন অক্ষমতা এক সময় চিকিৎসকরা মানসিক রোগ বলে মনে করতেন। কিন্তু বর্তমানে বিভিন্ন গবেষণায় প্রমাণ হয়েছে অধিকাংশ ক্ষেত্রে ডায়াবেটিস, অথেরোসক্লেরোসিস ও বার্ধক্যজনিত রোগ অক্ষমতার জন্য দায়ী। আবার রক্তসঞ্চালন সমস্যা, নাইট্রিক এসিডের অভাব বা নার্ভ ইনজুরির কারণেও এ সমস্যা দেখা দিতে পারে। করোনায় আক্রান্তের পর সুস্থ হয়ে অনেকের মধ্যেই এ অক্ষমতা দেখা দিয়েছে। তবে যথাযথ চিকিৎসায় এ রোগ থেকে সহজেই মুক্তি মেলে। বার্ধক্য, পেইরোনির সমস্যা,পুরুষাঙ্গের কান্ডের স্নায়ুর আঘাতজনিত সমস্যা শারীরিক অবস্থার সঙ্গেও এ রোগটি জড়িত। এগুলো প্রস্টেট ক্যান্সারের অন্যতম প্রধান কারণ বলে বিবেচিত হয়। এ সমস্যাগুলো লিঙ্গের নিউরোভাসকুলার ধ্বংস এবং লিঙ্গের স্বাভাবিক উত্থান ক্ষমতা নষ্ট করে দেয়। ফলে কার্পাস ক্যাভারনাসে যে ক্ষত সৃষ্টি হয়, সেখান থেকে আর কোনভাবেই স্বাভাবিক অবস্থায় ফেরানো সম্ভব নয় বলে এখন পর্যন্ত সবার ধারণা।
স্থায়ী চিকিৎসা:
যৌনরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক চলে ও ওষুধ খেলেই এর স্থায়ী সমাধানের পথ।
যে কোনো যৌন সমস্যার স্থায়ী সমাধানে কিউর পয়েন্ট ( Cure Point Consultancy )আছে আপনার পাশে । সুতরাং আর দেরী না করে আজই যোগাযোগ করুন।
ডাক্তার এপয়েন্টমেন্ট: +8801614167677 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)
আমাদের ঠিকানা: ১২৮২ পূর্ব মনিপুর, Opposite-আল হেলাল হাসপাতাল, বেগম রোকেয়া স্মরণী রোড, মিরপুর, ঢাকা – ১২১৬
বিশেষ দ্রষ্টব্যঃ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
