এটা এমন একটি অবস্থা যখন একজন পুরুষের লিঙ্গ সফল ভাবে যৌন মিলন করার মত যথেষ্ট শক্ত হয় না বা বেশিক্ষণ শক্ত থাকে না বা যৌন মিলন করার ইচ্ছা জাগে না।
কী কী কারণে হতে পারে সমস্যাটি?
২. আবেগ
৩. স্নায়ু
৪. হরমোন
৫. রক্তনালী
৬. মাংসপেশি
এ ছাড়াও কিছু শারীরিক সমস্যাও থাকে যেমন-
১. হৃদরোগ, রক্তের চর্বি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ওজন আধিক্য, ধূমপান, মদপান, পুরুষ হরমোন এর স্বল্পতা, পারকিনসন, মাল্টিপল এসকলেসীস, জেনিটাল এরিয়াতে অসুখ বা বিভিন্ন যৌন রোগ ইত্যাদি।
২. মানসিক চাপ, বিষণ্ণতা, মানসিক রোগ, পার্টনারের সাথে মানসিক দূরত্ব, পার্টনারের অসহযোগিতা, মনে মনে অন্য কারোর প্রতি আকর্ষিত হওয়া ইত্যাদি।
পরীক্ষা:
মানসিক স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা ইত্যাদি ।
চিকিৎসা:
১. ধূমপান, মদপান ত্যাগ করা।
২. ওজন কমানো।
৩. নিয়মিত ব্যায়াম করা।
৪. পার্টনারের সাথে গভীর মানসিক সম্পর্ক বজায় রাখা।
৫. পার্টনারকে যথেষ্ট ভাবে সহায়তা করা (নারীদের করনীয়)
৬. পার্টনারের প্রতি অনুগত থাকা।
এছাড়াও-
রোগ নির্ণয় ও তার চিকিৎসা যেমন-
-ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, উচ্চ কোলেস্টেরল কমানো।
-হৃদরোগের চিকিৎসা করা।
-প্রয়োজনে হরমোন ট্যাবলেট বা ইঞ্জেকশান নেওয়া।
-চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা।
যে কোনো যৌন সমস্যার স্থায়ী সমাধানে কিউর পয়েন্ট ( Cure Point Consultancy ) আছে আপনার পাশে । সুতরাং আর দেরী না করে আজই যোগাযোগ করুন।
ডাক্তার এপয়েন্টমেন্ট: +8801614167677 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)
আমাদের ঠিকানা: ১২৮২ পূর্ব মনিপুর, Opposite-আল হেলাল হাসপাতাল, বেগম রোকেয়া স্মরণী রোড, মিরপুর, ঢাকা – ১২১৬
বিশেষ দ্রষ্টব্যঃ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
