সাধারণত যৌনাঙ্গ থেকে তরল নিঃসৃত হওয়া, মূত্রে জ্বালাভাব, শারীরিক সম্পর্কের সময়ে ব্যথা বা রক্তপাত, তলপেটে ব্যথা, মলদ্বার দিয়ে রক্তপাত এবং গলায় সংক্রমণে সব উপসর্গের কোনোটি দেখলে অবশ্যই যৌন রোগের পরীক্ষা করানো উচিত।
এ ছাড়া এ বিষয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। কারণ বেশির ভাগ যৌন রোগই উপযুক্ত চিকিৎসায় সম্পূর্ণ সেরে ওঠে। কিন্তু চিকিৎসায় অবহেলা করলে তা ভবিষ্যতে রোগের শঙ্কা বাড়িয়ে দিতে পারে।
সুস্থ শরীর নিয়ে আনন্দময় জীবনযাপন করাই আমাদের কাম্য অর্থাৎ আমাদের লাইফ স্টাইল কী হবে? লাইফ স্টাইল হল অভ্যাস, দৃষ্টিভঙ্গি, পছন্দ, সামাজিক এবং রাজনৈতিক চিন্তা-ভাবনা, সংস্কৃতি, সর্বোপরি অর্থনৈতিক অবস্থা। এইসব মিলে তৈরি হয় লাইফ স্টাইল।
এই আনন্দময় জীবনযাপন থেকেই সৃস্টি, বর্তমানের যৌন সমস্যা যা একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দিন দিন এ রোগীর হার বেড়ে যাচ্ছে। এই সমস্ত রোগীদের চিকিৎসা নিয়ে আছে অনেক জটিলতা।
অনেকে এ রোগ নিয়ে খুবই উদ্বেগে আছেন। অনেকে এ সমস্যা নিয়ে বিচলিত! কোথায় গেলে ভালো চিকিৎসা পাবে তা কেউ বুঝতে পারছে না।
আসলে যৌন সমস্যা কোনো সমস্যাই নয়। একটু বুঝে চললে আর জীবনটাকে নিয়মের ভেতরে আনলে এ রোগ কোনো রোগই নয়। তবে জীবন চলার পথে কিছু সমস্যা থাকে, আমরা নিজেরাই কিছু সমস্যা শরীরে সৃষ্টি করি। যার ফলে আমরা হতাশায় ভুগী আর ভাবি হয়তো এ রোগের কোনো চিকিৎসা নেই।
কিন্তু এখনো যদি আমরা জীবনটাকে সুন্দর করে সাজাতে পারি আর সমস্যার কারণে ভালো কোনো অনুসরণকারী হোমিও চিকিৎসকের শরণাপন্ন হই, তাহলে আমরা একটি সুন্দর সুখী নীড় তৈরি করতে পারবো।
মেয়েদের ভেতরেও এ সমস্যা আছে তবে খুব কম। তবে বিশেষ কিছু কারণে সমস্যা হয়ে থাকে। মূলত যেসব কারণে সমস্যা হয়ে থাকে সেগুলো হচ্ছে- মানসিক দুশ্চিন্তা, মানসিক হতাশা, মানসিক ভীতি।
* অতিরিক্ত হস্তমৈথুন।
* সময়মতো বিয়ে না করা।
* যৌনশক্তি বাড়ানোর নামে ‘ওয়ান টাইম মেডিসিন’ সেবন করা।
* অতিরিক্ত ধূমপান করা।
* স্বামী-স্ত্রীর মাঝে বহুদিন সম্পর্ক ছিন্ন থাকা।
* দীর্ঘদিন যাবৎ কঠিন আমাশয় ও গ্যাস্ট্রিক রোগে ভুগা।
* সঙ্গদোষ অর্থাৎ খারাপ বন্ধুদের কারণে খারাপ কাজে সম্পৃক্ত হওয়া, পর্নো মুভি দেখা ও এ জাতীয় চিন্তা করা।
* অতিরিক্ত স্বপ্নদোষ হওয়া।
* ডায়াবেটিস হওয়ার কারণে।
* মোটা হওয়ার কারনে।
* পরিবারে উদাসীনতা, যারা কায়িক পরিশ্রম করে মানে অলস যারা।
* প্রেম করে বিয়ের আগে অবাধ মেলামেশা করা।
* কোনো অনুশাসন না মেনে চলা। মূলত এসব কর্মকাণ্ডে আরও সমস্যা আছে।
তবে এই সমস্যাগুলো আমরা চিকিৎসা করার সময় রোগীদের মাঝে দেখি। যতই গুরুত্বপূর্ণ সমস্যা হোক না কেন, হোমিওপ্যাথি লক্ষণ দিয়ে চিকিৎসা দিতে পারলে এই রোগী আরোগ্য হওয়া সম্ভব।
হোমিও সমাধান : রোগ নয় রোগীকে চিকিৎসা করা হয়। যৌন সমস্যার রোগীদেরকে একজন অভিজ্ঞ অনুসরণকারী চিকিৎসক নির্বাচন করতে হবে যিনি সঠিক লক্ষণ অনুসরণ করে চিকিৎসাসেবা দেন, তাহলে হোমিওপ্যাথিতে আরোগ্য হওয়া সম্ভব।
সুতরাং সুন্দর এবং সুস্থ জীবন গড়তে চাইলে আজই যোগাযোগ করুন।
ডাক্তার এপয়েন্টমেন্ট: 01614-167677 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)
আমাদের ঠিকানা: ১২৮২ নং বিল্ডিং,মেট্রোরেল পিলার নং ২৬৬ বরাবর পূর্ব মনিপুর,বেগম রোকেয়া স্মরণী রোড, মিরপুর, ঢাকা১২১৬
বিশেষ দ্রষ্টব্যঃ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
