অনেক পুরুষেরা আছেন যারা দ্রুত বীর্যপাত সমস্যা নিয়ে লজ্জার কারণে কারও সাথে কথা তো দূরের কথা ডাক্তারের কাছেও যেতে চান না। মানুষের মাঝে সচেতনতা বাড়ার কারণে এগুলো নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করেছেন এবং তারা সুস্থতা লাভ করছে।
দ্রুত বীর্যপাতের সমস্যার অতি সহজ সমাধান:
১. সাধারনভাবে ডায়বেটিস বা অন্য ধরনের সমস্যা যেমন মানসিক অস্থিরতা বা দূশ্চিন্তা জনিতকারণে এ ধরণের সমস্যা হতে পারে।
২. বয়স বাড়ার সাথে সাথে ইজাকুলেশন এর মাত্রা বাড়ে কিন্তু যারা পি ই তে ভুগছেন তাদের ক্ষেত্রে তা নয়।
তবে যে সব পুরুষ মিলনের সময় লিঙ্গ ঠিকমতো ঊথিত হচ্ছে কিনা বা কতক্ষণ উথিত থাকবে তা নিয়ে চিন্তা করে তাদের বীর্যপতন তাড়াতাড়ি হয়। এ সমস্যা থেকে সমধান পেতে হলে সর্বপ্রথম মাদকেকে না বলতে হবে। অধিক যৌন আবেগ খেকে দূরে থাকতে হবে। দুজনকেই দুজনকে সঠিকভাবে বুঝতে চেষ্টা করতে হবে।
প্রথম থেকেই মৈথুন করা থেকে বিরত থাকতে হবে।
*ডাক্তারের পরামর্শের জন্য কল করুন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
*যোগাযোগের মোবাইল নাম্বার: 01614-167677, 01616-045632 ( অনলাইনে রোগী দেখা হয় এবং ওষুধ কুরিয়ার করে নেওয়ার সারা বাংলাদেশে সুব্যাবস্থা আছে )
*চেম্বারের ঠিকানা: ১২৮২ নং বিল্ডিং,মেট্রোরেল পিলার নং ২৬৬ বরাবর পূর্ব মনিপুর,বেগম রোকেয়া স্মরণী রোড, মিরপুর, ঢাকা১২১৬
