যৌন চাহিদা মিটানো বা শারিরীক দুর্বলতার কারণে অনেক পুরুষই লিঙ্গ সমস্যায় ভোগেন। ফলে অনেককেই স্ত্রীর কাছে ছোট হতে হয়, বৈবাহিক জীবনে নেমে আসে অশান্তি। অনেক সময় বিয়ে বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় এ সমস্যা।
ইরেক্টাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা কী
যৌন মিলনের প্রথম শর্তই হলো পুরুষের লিঙ্গের উত্থান ঘটা। অনেক সময়ই দেখা যায়, মিলনের পূর্বে পুরুষের লিঙ্গের পর্যাপ্ত উত্থান ঘটছে না কিংবা কারও ক্ষেত্রে উত্থান ঘটলেও তা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হচ্ছে না। এর ফলে পরিপূর্ণ যৌন মিলনও সম্ভব হয় না। একজন পুরুষের লিঙ্গের এইরুপ উত্থানজনিত সমস্যাকেই বলা হয়ে থাকে ইরেক্টাইল ডিসফাংশন।
যখন একজন পুরুষ ক্রমাগত এই সমস্যার সম্মুখীন হতে থাকেন। এর ফলে তারা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন, শিকার হন মানসিক অবসাদেরও। এই অবস্থার কারণে তারা আত্মবিশ্বাসহীনতায় ভুগতে শুরু করেন এবং তাদের দাম্পত্য সম্পর্কও একরকম ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। লিঙ্গের উত্থানে ব্যর্থতা কিংবা তা ধরে রাখতে না পারার পেছনে অন্য কোনো শারীরিক সমস্যাও কারণ হয়ে দাঁড়ায়।
যে কোনো যৌন সমস্যার সমাধানে পরামর্শ এর জন্য ফোন করতে পারেন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ডাক্তার এপয়েন্টমেন্ট: 01614-167677, 01616-045632 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)। এই দুইটা নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নেই। সুতরাং অন্য কোনো নাম্বার থেকে সেবা নিয়ে প্রতারিত হবেন না।
আমাদের ঠিকানা: ১২৮২ নং বিল্ডিং,মেট্রোরেল পিলার নং ২৬৬ বরাবর পূর্ব মনিপুর,বেগম রোকেয়া স্মরণী রোড, মিরপুর ১০, ঢাকা ১২১৬
